|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রংপুর ধর্ম অবমাননার নামে হিন্দু বাড়িতে হামলা আতঙ্কে এলাকাবাসী–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২২
রংপুর ধর্ম অবমাননার নামে হিন্দু বাড়িতে হামলা আতঙ্কে পুরো এলাকাবাসী
ঘটনাসুত্রে জানা যায়,রংপুর জেলার হারাগাছ উপজেলার নব্দীগঞ্জ সংলগ্ন কাচু বকুল তলায় সনজিত বর্ম্মন নামের একটি ফেযবুক আইডি থেকে একটি গ্রুপে কমেন্ট করেন।সেই গ্রুপে কমেন্টের জের ধরে আজ
১৮/০৬/২২ইং দুপুর থেকেই লোকজন জড় হতে শুরু করে এবং বিভিন্নধরনে ভয় ও ভীতি প্রদর্শন করতে শুরু করে। পরিস্থিতি বিকেল নাগাত আরো ঘোলা হতে শুরু করে।
অবস্থার অবনতি বুঝতে পেরে ওই এলাকার আশেপাশের কয়েকঘর হিন্দু ভয়ে পালিয়ে যায় অন্যত্র চলে যায়।
জানা যায় বিকাল ৫:৩০-৬ টা নাগাত কিছু উশ্রীঙ্খলকারী অতর্কিত ভাঙ্গচুর যঙ্গে নেমে পরে।একটি বাড়ি ও ভেতরে ভাঙ্গচুর শুরু করে
এখন পর্যন্ত কাউকে আটক করার কোন খবর জানা যায়নি।
এবং স্পটে ৫-৬ জন পুলিশ আপাতত মোতায়েন করা হয়েছে।এলাকায় একটি থম থম পরিবেশ বিরাজ করছে।,তারা খুবই ভীত আছে।
এবং পুন হামলা হওয়ার সম্ভাবনার কথা জানান।এবং অনেকে এসে বিভিন্ন ধরনের হুমকী ধামকী দিচ্ছেন বলে তিনি জানান।
সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।ঘটনার সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.