|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি-আইয়ুব আলী ফাহিম–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২২
ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ বাসী।বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার মানুষ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্টি এ বন্যায় সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে আছেন।এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সকল মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন, লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আইয়ুব আলী ফাহিম।
দেশবাসীকে বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আইয়ুব আলী ফাহিম আরও বলেন, প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে।দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি। বন্যাকবিলত এলাকার ছবি ও ভিডিও দেখে শিউরে উঠেছেন জানিয়ে তিনি এই প্রতিবেদককে বলেন দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি।সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি।বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট। এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তাদের সাথে যোগাযোগ বিছিন্ন।বন্যাকবলিত অঞ্চলের মানুষ -পশুপাখি সুরতি থাকুক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.