|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২২
ঢাকায় গ্লোবাল টেলিভিশন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে খুলনায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর প্রধান কার্যালয়ের মূল ফটকে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেফতারের দাবীতে খুলনা জেলায় ‘মানববন্ধন’ কর্মসূচি পালন করা হয়।
(১৮ জুন)শনিবার সকাল সাড়ে ১১ টারদিকে খুলনা সাংবাদিক সমাজ ও গ্লোবাল টেলিভিশন পরিবারের এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বিভিন্ন জেলা থেকে সাংবাদিকরা অংশ গ্রহণ করেন, মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির,
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি , খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেন হিটলু , সাবেক সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, খুলনা জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান এস এম শামিমুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক ও আরটিভি খুলনা বিভাগীয় প্রধান মনিরুজ্জামান মনির, এটিএন নিউজের খুলনা বিভাগীয় প্রধান পলাশ চন্দ্র ঢালী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান , গ্লোবাল টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান আনিছুর রহমান কবির, নড়াইল জেলার গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি এম এম ওমর ফারুক, সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহাত রাজা, বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম, দৈনিক ভোরের চেতনার পত্রিকার বিশেষ প্রতিনিধি মামুন হাচান, মোঃ তরিকুল ইসলাম,মোঃ মনির হোসেন, আনোয়ারুর হকে বালু, এছাড়া স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.