|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে দোকানের আগুন নিভাতে গিয়ে একজনের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২২
লক্ষ্মীপুরের দালাল বাজারে আগুন নিভাতে গিয়ে মো. আলম নামে এক পথচারী নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি কনফেকশনারী দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত আলম সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের ৬নং ওয়াডস্থ পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ইসলামের ছেলে ও পেশায় সিএনজি চালক ছিলেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ সাহা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দালাল বাজারের রাজু নামে এক ব্যক্তির কনফেকশনারী দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দোকানের সার্টার খুলে আগুন নিভাতে গিয়ে এক পথচারী বৈদ্যুতিক শর্টসার্কিটে আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত পথচারীর মৃত্যু হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.