|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ভ্রাম্যমান আদালত ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা,ফার্মেসি বন্ধ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২২
নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে চিকিৎসা দেওয়ার অভিযোগে ছাদেকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও তার ফার্মেসি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা বাজারে তথ্য প্রমাণে ভুয়া চিকিৎসক হওয়ায় ছাদেকুলকে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনজুরল আলম।
তিনি বলেন, চিকিৎসক সেজে অপচিকিৎসা দেওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা বাজারে সিহাব ফার্মেসিতে অভিযান চালানো হয়। চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তা ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে ব্যর্থ হন ছাদেকুল ইসলাম। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার ও থানা পুলিশের একটি টিম
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.