|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের অনিময় দূনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২২
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়ার মিরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূনীতির অভিযোগের বিচার ও কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়।
পরে শতাধিক শিক্ষার্থী বিদ্যালয় প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয় পরিবর্তনের আবেদন করেন। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকশ নারী-পুরুষ অভিভাবকও কর্মসুচিতে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, অভিভাবক জাহাঙ্গীর আলম,নজরুল ইসলাম, আবদুল রহিম,রেনু বেগম,আয়েশা আক্তার,মরিয়ম বেগম ও ফাতেমা বেগম।
বক্তারা বলেন, গত ১০ বছর ধরে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবী করে আসছিলেল অভিভাবকরা। কিন্তু গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়। যাহা সর্ম্পূন অন্যায়। এ কমিটি বছরের পর বছর নানা অনিয়ম করে আসলেও প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। স্কুল কৃর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মনের কারনে ঐতিহ্যবাহি বিদ্যালয়টি পড়ালেখার মানও দিনদিন খারাপ হচ্ছে।
এই রাতের আধাঁরের কমিটি বাতিল করে বিদ্যালয়ের পড়ালেখা সুষ্ঠ মান বজায় রাখার দাবী করেন বক্তারা। অনিয়ম ও দূনীতির কারনে পড়ালেখার মান উন্নয়ন না হওয়ায় বাধ্য হয়ে অভিভাবকরা তাদের সন্তানদের অন্য স্কুলে নেয়ার জন্য আবেদন করেন। এটি অব্যাহত থাককে। দ্রুত বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল ও অনিয়ম দূনীতির বিচারেরর দাবীও জানান তারা। অন্যাথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.