|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জ রাজিউড়া ইউনিয়নের শতাধিক লোক গণঅধিকার পরিষদে যোগদান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২২
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সিনিয়র এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান কে ফুলেল শুভেচছা বিনিময় করে গন-অধিকার পরিষদে যোগদান করেছেন হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মৌওলানা ফরিদ আহমেদ এর নেতৃত্বে শতাধিক যুবক ও মুরব্বিয়ান গণ-অধিকার পরিষদে যোগদান করেন।
বুধবার (১৫জুন ২২)ইং বিকাল সারে ৫ ঘঠিকায় হবিগঞ্জ শায়েস্তানগর অস্থায়ী কার্য্যালয়ে হবিগঞ্জ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গন অধিকার পরিষদে পেশাজিবী'সহ শতাধিক লোক যোগদান করেন।
যোগদানকারী হলেনঃ
মোঃ আলী সামাদ " আব্দুর রউফ মিয়া' মোঃ বেনু মিয়া' মোঃ তাউছ মিয়া ;আরিফ মিয়া, আওয়াল মিয়া' বাচ্চু মিয়া, আব্বাস মিয়া, মোঃ মস্তুফা মিয়া, সমুজ আলী, আশরাফুল ইসলাম কাউছার আহমেদ, আল আমীন মিয়া,
মিলন মিয়া। বাছির মিয়া। আজদু মিয়া।
লাদেন মিয়া, নাছির মিয়া 'আনু মিয়া" আব্দুল হক মিয়া, আলা উদ্দিন, তকছির মিয়া।
জাকারিয়া মিয়া সুজন মিয়া, আশিক মিয়া প্রমুখ ঃ
এ সময় উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের অন্যতম নেতা এডভোকেট আব্দুল মালেক হ্বদয়।
জেলা শাখার অন্যতম নেতা এম এ রকিব আহমেদ জালাল।
অন্যতম নেতা মোঃ হিরা মিয়া
পেশাজিবী অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক শেখ মামুন আহমেদ।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ
আঃ হান্নান পাটোয়ারী !
চৌধুরী আশরাফুল বারী নোমান তিনি নেতাকর্মী দের উদ্দেশ্য বলেন
গণ-অধিকার পরিষদে আজকের যোগদান এ শতাধিক যুবক' মুরব্বিদের উপস্থিত হয়েছেন। প্রতি দিন ই নতুন নতুন লোক গন অধিকার পরিষদে যোগদান করেছেন।
সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে এই দেশকে অন্ধকার থেকে উদ্ধার করতে পারব,
দেশ কে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে পারব।’
তিনি আরো বলেন, ‘গণ-অধিকার পরিষদ সবার জন্য উন্মুক্ত, এই দলে যেকোনো লোক গণতান্ত্রিকভাবে সর্বোচ্চ পদ পর্যন্ত অসীন হতে পারবেন।
কারণ এখানে পূর্ণ গণতান্ত্রিক চর্চা আছে, তা ইতোমধ্যেই আপনারা দেখেছেন। যে কারণে গণ-অধিকার পরিষদে জনগণের আগমনের একটা স্রোত তৈরি হয়েছে,
এই আগমনের জোয়ার দিন দিন আরো বৃদ্ধি পাবে।
‘দেশ এখন একটা গভীর সংকটে। দেশকে এ সংকট থেকে উত্তরণে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।
গণ-অধিকার পরিষদ আন্দোলন-সংগ্রাম ও রাজপথে রক্ত দেওয়ার মাধ্যমে গড়ে ওঠা একটি দল।
আগামীতেও জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকব ইনশাআল্লাহ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.