|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মহানবী (স:) নিয়ে কটূক্তির প্রতিবাদে গজারিয়ায় বিক্ষোভ মিছিল,স্মারকলিপি প্রধান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২২
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রধান করেছে অবমাননা প্রতিরোধ কমিটির গজারিয়া শাখা।
গত (১৫ জুন) বুধবার সকাল ১০ টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামিয়া ফারুকিয়া আনারপুরা মাদ্রাসার মুহতামীম মাওলানা হাসান ফারুক, গজারিয়া বাতেনীয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুক্তার হোসেন মিয়াজী, মুন্সিগঞ্জ আঞ্চলিক ক্বাওমী শিক্ষা বোর্ডের যুগ্ন সাধারণ সম্পাদক হযরত মাওলানা হোসাইন আহমেদ ইসহাকী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, অবমাননা প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য খতমে নবুওয়াত নেতা আবু হানিফ, মাওলানা আবুল খায়ের, মাওলানা ইয়াছিন, মাওলানা মাসুম বিল্লাহপ্রমুখ।
কর্মসূচিতে অংশগ্রহনকারীরা বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দাজ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
বক্তারা আরও বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানায়।
প্রতিবাদ ও বিক্ষোভ শেষে উপজেলা পরিষদ নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রধান করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.