|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে বসত ঘর বজ্রপাতের আগুনে ভস্মিভূত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২২
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়ির মোঃ হাবিব উল্লাহ খানের বসত ঘর বজ্রপাতের আগুনে ভস্মিভূত হয়েছে।
আজ বিকাল মতলব উত্তরে বজ্রসহ বৃষ্টি চলাকালীন মুহুর্তে বজ্রপাতের ফলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বজ্রপাতের সময় তারা পাশের দোচালা ঘরে খাওয়া দাওয়া করার মুহুর্তে এ দুর্ঘটনা ঘটে। যার ফলে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।তবে তার বসত ঘরটি ও ঘরের সকল আসবাব পত্র, দলিলপত্রাদি, নগত টাকা সহ সদ্য ঘরে তোলা ধান গুলো পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে এলাকা বাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি এখন নিঃস্ব। তার আর্তনাদে আকাশ-বাতাস ভারী হ'য়ে গেছে। এলাকাবাসী তার সাথে সমবেদনা প্রকাশ করেন।
উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল হাসান এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষে তাৎক্ষণিক ৫০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.