|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভোক্তা-অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২২
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে সদরের বিপনিবাগ ও বড় স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
নির্ধারিত সেবা মূল্যের চেয়ে রোগীদের থেকে বেশি দামে সেবা বিক্রি করার দায়ে বিপনিবাগের পদ্মা হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১০,০০০/ জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর দৈনিক বাংলার অধিকার কে জানান, বড় স্টেশন এলাকায় মেয়াদোত্তীর্ণ সেভেন আপ বিক্রি ও সেটা ভোক্তার পান করার পরে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করে সত্যতা পেলে বিসমিল্লাহ স্টোরকে একই আইনে ৪০০০/- জরিমানা করা হয়,এবং একই স্থানে গাজী স্টোরকেও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২০০০/- জরিমানা করা হয়েছে। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠান থেকে ১৬০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেন। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.