|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২২
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টি জনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে দিনাজপুরের বিরামপুর পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টার দিকে পৌরসভা চত্বরে পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, ৪, ৫, ৬, নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঙ্গুরা পারভিন, টিকাদানকারী জোসনা বানু, টিকাদানকারী কোহিনুর ফাতেমা, নাসির হোসেন প্রমুখ।
পৌরসভার টিকাদান সুপারভাইজার মেহেদি হাসান জীবন জানান, পৌরসভাসহ মোট ৩২টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের প্রায় ৫০০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সে প্রায় ৩৫০০জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.