|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২২
শ্রীনগরে বিশ্বনবী মোঃ(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
মুন্সীগঞ্জের শ্রীনগর দয়হাটা টেক্কামার্কেটের তৌহিদী জনতা ও বাংলাদেশ জমইয়াত যুব,ছাত্র,আইম্মায়ে হিযবুল্লাহর উদ্দ্যোগে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪জুন) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের দয়হাটা টেক্কামার্কেটে সিরাজুল ইসলামের দোকানের সামনে ও সকাল ১০ টায় শ্রীনগর চকবাজারে এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
"বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তর মন, ,মুসলিম নয় মোনাফেক তুই রাসুলের দুশমন" স্লোগানে মুখরিত হয়ে উঠে মানবন্ধন শ্রীনগর এলাকা। এ সময় উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঃ সলিম হোসেন খান,আলহাজ্ব আলী আনসার মোল্লা,প্রধান আলোচক মুফতী মোঃ নেয়ামতউল্লাহ ফারুকী,মাওলানা আবু হেনা,মাওলানা খলিলুল্লাহ,ইউপি সদস্য সোহাগ মোড়ল,আঃ রউফ,মোঃ মনির,মোঃ রাসেল,মোঃআলমগীর,জিল্লু রহমান,মোঃ ইকবাল,মোঃ হাসান,ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসংখ্য আলেম-ওলামাসহ প্রায় ৫ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও ,বৃদ্ধ ও শিশুরা অংশ গ্রহন করেন। উপস্থিত তৌহিদী জনতা হাতে অসংখ্য প্লে কার্ড নিয়ে দাড়িয়ে বক্তারা মানব বন্ধনে বিশ্ব নবীর অবমাননাকারী ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপি নেত্রী নুপুর শর্মা ও মিডিয়া টিমের সদস্য নাভিন জিন্দানের ফাসির দাবি করেন। সকল মুসলিম উম্মাসহ দেশ ও নবী প্রেমে উদ্ভূদ্ধ হয়ে ভারতীয় সকল পণ্য বর্জনের আহবান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.