মিরসরাই, উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট খাগড়াছড়ি সড়কে করেরহাট বন বিভাগের অফিসের সামনে পাথর বোঝাই একটি ট্রাক ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুজন নিহত হন।
১৪ জুন মঙ্গলবার দুপুর ১ টায় করেরহাট ফরেস্ট অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই অটোরিক্সার থাকা রুবেল বলি ( ২৮) ও অটো রিক্সার ড্রাইভার ইউসুফ(৩৫) প্রকাশ কালা দুইজন নিহত হন। এতে নাজমুল ( ১৯) ও রুবেল(২৮) নামে অপর দুই জন আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন। নিহত রুবেল বলি করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গেড়ামারা ফরেস্ট অফিসের এলাকার বাসিন্দা এবং ইউসুফ করেরহাট ইউনিয়নের উত্তর আলীনগর গ্রামের বাসিন্দা। নিহত রুবেল মিয়া গেরামারা এলাকার আনোয়ার হোসেনের একমাত্র পুত্র, রুবেল পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। আহত অপর দুজন করেরহাটের গ্রামের এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী করেরহাট সিএনজি অটোরিকশা চালক সমিতির লাইন সম্পাদক নেজাম উদ্দিন জানান অটোরিকশাটি গেরামারা এলাকার কবরস্থানের টার্নিং থেকে পাড়েরহাট বাজারের দিকে রওনা দেয়, এতে অপরদিক থেকে আসা খাগড়াছড়ি মুখী বড় একটি ট্রাক এসে অটোরিকশাকে চাপা দিলে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার সময় আশেপাশে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ সময়ে ট্রাক ড্রাইভার ঘটনা থেকে পালিয়ে যায়। ঘাতক ট্রাকটিকে করেরহাট ট্রাক সমিতির কার্যালয়ের সামনে রাখা হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুবল চন্দ্র সিংহ বলেন, আমরা ঘটনা শোনার পর সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করি। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।