সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং লাগামহীন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাগলনাইয়া পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি। সোমবার (১৩ জুন) সকাল ১০ টায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহম্মদ মজুমদার'র সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকার'র উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, যুগ্ন আহবায়ক ফজলুল করিম লিটন, সারোয়ার আলম, এনামুল হক, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির আহম্মদ খোকন, যুগ্ন আহবায়ক আবুল খায়ের বাবুল, কামরুজ্জামান বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক শাহজাহান মজুমদার আজাদ, মোঃ আবদুল মোমিন, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন, তৌহিদুল ইসলাম শাকিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সী শহীদুল্লাহ্, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইমরান, সদস্য সচিব শেখ সাদী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাদিম উদ্দিন, সদস্য সচিব ইব্রাহিম মিয়াজী নয়ন সহ আরো অনেকে।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। মিছিলে অংশগ্রহণ করে উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। "তেল চালের দাম কমিয়ে দেয়, নইলে গদি ছেড়ে দে" আরো বিভিন্ন স্লোগানে স্লোগানে ছাগলনাইয়া পৌর শহর প্রকম্পিত করে রাখে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীরা জানান, লাগামহীন দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরে মিছিল বের করি। তারা আরো বলেন, বিএনপি হলো মা মাটি ও গণমানুষের দল। অসহায় মানুষের অধিকার আদায়ে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা মানুষের কষ্টের কথা বলতে এসেছি। সরকার দলীয় ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। সরকার দলীয় ব্যবসায়ী সিন্ডিকেটের কারনে আজ দেশের সাধারণ মানুষ বিপাকে আছে। এই দিকে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে জন্য ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম'র নির্দেশনায় একদল পুলিশ টিম কঠোর অবস্থানে ছিল।