|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ স্হানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা চিহ্নিত করন ও বহুল প্রচারে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩জুন (সোমবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ স্হানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা চিহ্নিত করন ও বহুল প্রচারে করনীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম । এছাড়াও আশিকুর রহমান সাবু ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট, ফাতেমা বেগম সহকারী কমিশনার (ভূমি) রাজারহাট, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মদ সম্পা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.