|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন পরিষদের অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন ২০২২-২৩অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২২
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন পরিষদের অর্থ বছরের উম্নুক্ত বাজেট অধিবেশ আজ ১২ মে রবিবার সকাল ১০ টারদিকে ইউনিয়ন পরিষদ মিলনয়াতনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাজুয়া ইউনিয়নের সচিব রিপন শেখ চলতি অর্থ বছরের এবং আগামী অর্থবছরের করণীয় পরিকল্পনা সম্পর্কে সকলের প্রতি আলোকপাত করেন। উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকশনা সম্পাদক বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস রায় এর সভাপতিত্বে উম্নুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
অধিবেশনে শিক্ষা,স্বাস্হ্য ও কৃষিকে গুরুত্ব দিয়ে চেয়ারম্যান মানস রায় ২০২২-২৩ অর্থ বছরের উমুক্ত বাজেট সম্পর্কে উপস্হিতিদের মাঝে তুলে ধরেন। এ বারে বাজেট সম্ভাব্য আয় ধরা হয়েছে। তিন কোটি উনষাট লাখ চব্বিশ হাজার ছয়শত সাতষট্টি টাকা , সম্ভাব্য ব্যয়ধরা হয়েছে তিনকোটি উনষাটলাখ চব্বিশ হাজার ছয়শত সাতষট্টি টাকা, উবৃত্ত নেই।
চেয়ারম্যান মানস রায় বলেন বাজেট হচ্ছে একটি ইউনিয়নের অর্থ বছরের বিভিন্ন ধরনের উৎস্য হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনকল্যাণে কি ভাবে ব্যয় করা হয় তারই একটি পুর্ব পরিকল্পনা। যাহা ইউনিয়ন বাসীর জানার অধিকার শুধু নয়, জনগণের সুচিন্তিত মতামত প্রনয়নের ভিত্তিতে সচেতন ইউনিয়ন বাসীর সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে সকল উন্নয়ন মুলক কার্যক্রমে সহযোগিতা কামনা করি।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) গালিব মাহমুদ পাশা। সম্নানিত অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে ববারবার নির্বাচিত চেয়ারম্যান মিহির মন্ডল, এসময় তিনি বলেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলাবে।আমাদের ঠিক সেই লক্ষে কাজ করতে হবে।
,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ,
এ সময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ -এর ৫৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ইউনিয়ন পরিষদ প্রতি অর্থ বছরে শুরুর কমপক্ষে ৬০ দিন পুর্বে ওর্য়াড সভার অগ্রাধিকার, স্হায়ী কমিটির সুপারিশ এবং ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসরণ করে আগামী বছরের জন্য সম্ভাব্য আয় ও ব্যায় বিবরণী সম্বলিত বাজেট প্রণয়ন করবে।
বিশেষ অতিথি ছিলেন বাজুয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক ঢালী,বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিত দে, সোনার বাংলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন কৃষ্ণ গাইন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার রায়,নারী নেত্রী দান কুমারী রায়,পরিমল দাস, প্যানেল চেয়ারম্যান উৎপল দাস, ইউপি সদস্য যথাক্রমে দিনবন্ধু মন্ডল,কনিকা পোদ্দার,জয়দেব মন্ডল রবীন্দ্রনাথ মোড়ল, বিশ্বজিত মন্ডল,মাখন রায়,জয়দেব মন্ডল,নুরুল ইসলাম শেখ, মিজানুর মির্জা,রুমা মন্ডল,মিনতী রায় সহ , গনমাধ্যম কর্মিরা ও শুশিল সমাজের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.