|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২২
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের পর এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের ঘটনায় আনাছ আলী সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (১১ জুন) সকালে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও সুমনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার সুমন রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন আজ সোমবার (১২ জুন) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভুক্তভোগী কিশোরী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে সুমনের মোবাইলের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ মে দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে হাটতে গেলে সহযোগীদের নিয়ে সুমন তাকে অপহরণ করে এবং বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। অপহরণের পর ২৭ মে ছাত্রীর মা র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ ও প্রযুক্তির ব্যবহার করে র্যাব-৬ এর সহযোগীতায় খুলনার আইচগাতী ইউনিয়নের রাজাপুর থেকে কিশোরীকে উদ্ধার ও সুমনকে গ্রেফতার করে।
শনিবার (১১ জুন) রাত ১০টার দিকে ছাত্রীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে রায়পুর থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.