|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলবের খাদেরগাঁও ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা লবিংয়ে ব্যস্ত–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২২
আসন্ন মতলব দক্ষিণ উপজেলার মাত্র ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণা দেওয়ার পর থেকে প্রস্তুতি হিসেবে ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে বর্তমান চেয়ারম্যান এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা শীর্ষ নেতাদের ও এমপি, মন্ত্রীর আর্শীবাদসহ নানা ভাবে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নৌকা পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন ।
এদিকে দলীয় প্রতীক নিজের পক্ষে না আসলে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন অনেকে। শির্ষ নেতারাও আস্থাভাজনদের মনোনয়ন নিশ্চিত করতে পক্ষে গোপন সমর্থনও দিচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীরাও চেষ্টা করেছেন নেতাদের কাছে নিজেকে জাহির করতে ।
শির্ষ নেতা ও এমপি, মন্ত্রীর সমর্থন আদায় করতে পারলে নৌকা প্রতীক নিয়ে বিজয় সুনিশ্চিত ভেবে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের তোয়াক্কা না করে নৌকা মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছে।
উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার টিকেট কে পাচ্ছে পুরো উপজেলায় সেই আলোচনা জমে উঠেছে এখন। কে দলীয় মনোনয়ন পাচ্ছেন আবার কে পাচ্ছেন না এসব নিয়ে চলছে চুলছেড়া নানা বিশ্লেষণ।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন ১ বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, ২ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হাওলাদার, ৩ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি ও খাদেরগাঁও ইউনিয়নের ছাত্রলীগ এর কার্যকরী সদস্য তালুকদার এবিএম মূসা , ৪ আওয়ামী লীগ নেতা তাফাজ্জুল হোসেন ও ৫ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী । এরা সবাই আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে মরিয়া । আগামী ২৭ শে জুলাই এই ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.