|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে নবাগত ইউএনও সাদিয়া ইসলাম লুনা’র যোগদান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২২
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাদিয়া ইসলাম লুনা যোগদান করেছেন।
রবিবার (১২ জুন) বিকালে তিনি কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসি এর স্থলাভিষিক্ত হন।
এ সময় উপজেলার সরকারি বিভিন্ন কর্মকর্তাগন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ,
নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে স্বাগত জানান।
তিনি ৩৩ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। এ উপজেলায় যোগদানের আগে তিনি সেগুন বাগিচা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়। স্বামী মোঃ সাঈদুজ্জামান খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা দায়িত্ব গ্রহন করে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, কুলিয়ারচর উপজেলার যে দায়িত্ব দেয়া হয়েছে সকলের সহযোগিতায় তা পালন করতে সর্বাত্মক ভাবে চেষ্টা করব। এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.