|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ঘর করে ১০০টি ঘর নির্মাণ করে বুঝিয়ে দিচ্ছেন আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২২
শতবর্ষ উপলে ১৫৪ ময়মনসিংহ- ৯ নান্দাইল নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১ শত ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি বদ্ধ হয়েছিলেন। তার এই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুন) চন্ডিপাশা ইউনিয়নের মোন্নাস মিয়া কে ৪ নাম্বার ঘরটি নির্মাণ কাজ শেষ করে ফিতা কেটে বুঝিয়ে দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে ও মাওলানা আবুল হাসেম, আক্তারুজ্জামান ভূইয়া শরীফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজি হক। এছাড়া উদ্ভোধন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার। আরও বক্তব্য রাখেন সৃজন বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মানিক, বিএসসি আব্দুল মতিন সহ প্রমুখ। এসময় নান্দাইল উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.