|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২২
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
শনিবার বিকালে গো-হাটা কালেক্টরিয়েট স্কুলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন সাবু, সদস্য সচিব এডভোকেট হাসিবুর রহমানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, এ সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে।
দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, তার মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা। সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।
এসময় সরকারের কঠোর সমালোচনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, সাবধান হয়ে যান, বিএনপির একটা নেতাকর্মীর গায়ে আঘাত করলে পাল্টা আঘাত শুরু হয়ে যাবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.