|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২২
দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) বেলা ১১টায় বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষক শামিম উর রহমানের সঞ্চালনায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোজ্জামেল হোসেন মন্ডল, বিশেষ অতিথি প্যানেল মেয়র আব্দুল আজাদ (বকুল), বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাহবুব আলম নেনার, প্রধান শিক্ষক সুলতান মাহমুদ (ভারপ্রাপ্ত), শিক্ষকবৃন্দ, সুধীমন্ডলীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাতে-ছাত্রীবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি মোজ্জামেল হোসেন মন্ডল
বলেন, 'শিক্ষাই জাতির মেরুদণ্ড'। একমাত্র সূ-শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবতার উপর পাঠদানের পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের এসএমসি সদস্যদেরও সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই শিক্ষার্থীরা মানসন্মত শিক্ষা অর্জন ভবিষ্যতে এদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।
আলোচনা শেষে পরীক্ষার্থীর জন্য দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের মাওলানা শিক্ষক এমদাদুল হক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.