|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে মুজিব বর্ষে গৃহহীন পরিবারের গৃহ নিমার্ণ অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্টিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে শুক্রবার (১০জুন) বিকালে “মুজিববর্ষে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষ্যে চলমান গৃহ নিমার্ণ কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ-৯ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) একেএম মনিরুজ্জামান, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়া, আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রমেশ কুমার পার্থ বক্তব্য রাখেন। সভায় ময়মনসিংহ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা সহ নান্দাইল উপজেলা সকল কর্মকর্তা, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান, ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালক প্রশাসন নান্দাইল উপজেলায় আশ্রয়ন প্রকল্পের নিমার্ণ কাজ সরজমিনে পরিদর্শন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.