|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
"কৃষি জগৎ সম্মাননা স্মারক ২০২১" পেলেন কৃষির উন্নয়নের ক্ষেত্রে অবদানকারী দেশের ৪৩ জন দেশবরেণ্য কৃষি উদ্যোক্তা। বছরজুড়ে বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে নিজখামার এর সম্প্রসারণ, কাঙ্খিত উৎপাদন ও অন্যান্য উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য "কৃষকের প্রাণ কৃষি জগৎ গ্রুপ " থেকে তাদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
আজ ১০ ই জুন, রোজঃ শুক্রবার, সকাল নয় ঘটিকা হতে বিকাল চারটা পর্যন্ত কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লায় সম্মাননা স্মারক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইভেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি উদ্যোক্তারা অংশ নিয়েছে। কৃষকের প্রাণ কৃষি জগৎ গ্রুপের ইহা ১১ তম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাঃ এ টি এম আহমেদ হোসাইন, আঞ্চলিক পরিচালক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,কুমিল্লা। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ তারিক মাহমুদুল ইসলাম, প্রকল্প পরিচালক,সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যন্ত্রীকরণ প্রকল্প,খামারবাড়ি, ঢাকা। সভাপতি গ্রুপ প্রতিষ্ঠাতা জসিমউদদীন সরকার, উপস্থাপনা করেন নাসের চৌধুরী এছাড়া গ্রুপের সম্মানিত এডমিন প্যানেল এর সদস্য আবদুস সালাম, মোশতাক মৃধা,রোকন উদ্দিন, মোঃ আতাউর রহমান সরকার, কলিমউদ্দিন, আফজাল হোসেন, সালাউদ্দিন সরকার তপন,সাইদুর রহমান,নুসাইবাতাসবীর নুশা,রাশেদ খান,মিনহাজ উদ্দিন, সোহাগ অন্যান্য কৃষি উদ্যোক্তারা সহ কুমিল্লা বাগান পরিবার এর এডমিন মডারেটর ও সেচ্ছাসেবী টিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সর্ব প্রথম কোরআন তেলোয়াত,জাতীয় সঙ্গী পাঠ, আলোচনা সভা, প্রশ্ন উত্তর পর্ব,নামাজ বিরতি, খাওয়া দাওয়া ও পুরস্কার বিতরণী মাধ্যমে বিকাল চারটায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
মূলত কুমিল্লার কৃতি সন্তান এ. কে. এম. জসিম উদ্দিন এর উদ্যোগে ২০১৬ সালে প্রতিষ্ঠিত গ্রুপটি বছরজুড়ে কৃষকদের কল্যাণে এবং দেশের কৃষি খাতকে উচ্চতর স্থানে নিয়ে যাওয়ার জন্য একটি দক্ষ এডমিন প্যানেল এর মাধ্যমে সার্বক্ষণিক কৃষকদের বিভিন্ন পরামর্শ ও নতুন নতুন জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি উপহার দিয়ে যাচ্ছেন। এডমিন ও সদস্যদের সমন্বিত উদ্যোগ এই ফেসবুক গ্রুপটি এখন দুই লক্ষাধিক সদস্য নিয়ে কাজ করছে। দেশের কৃষি খাতকে আধুনিকায়ন ও খাদ্য সংকট মোকাবেলায় গ্রুপটির ভূমিকা অনস্বীকার্য।
বিভিন্ন ক্যাটাগরিতে এবারে "কৃষি জগৎ সম্মাননা স্মারক-২০২১" যারা পেয়েছেনঃ-----
★ আজিবন সম্মাননা ২০২১ঃ---
* জোবেদা বেগম লুনা,বনশ্রী, ঢাকা।
* আলমগীর সিকদার,দোহার,ঢাকা।
★ সেরা পারফর্মার ২০২১ঃ---
* নাসিমা নাশু,মিরপুর, ঢাকা।
★ সেরা সবুজ সৈনিক ২০২১
* মোজাম্মেল আলম,গোবিন্দ পুর,কুমিল্লা।
★ সেরা পরিবেশ বন্ধু ২০২১ঃ---
* ইব্রাহিম খলিল (বাবু সিদ্দিক) চৌপুল্লী,গাজীপুর।
★ সেরা ছাঁদ বাগানী ২০২১ঃ---
* রাশেদুল হক,ভেড়া মাড়া,কুষ্টিয়া।
* ওয়াকার উদ্দিন,
* আমির হোসাইন মিন্টু,সদর,কুমিল্লা।
★ সফল ছাঁদ বাগানী ২০২১ঃ---
* ফেরদৌসী হাসান,উত্তর বাড্ডা,ঢাকা।
* আয়শা জামান শিমু,
* আব্দুস সাত্তার সরকার,দাউদ কান্দি কুমিল্লা।
★ উদীয়মান ছাঁদ বাগানী ২০২১ঃ---
* তান্নী চৌধূরী,বনশ্রী, ঢাকা।
★ প্রবাসী কৃষি উদ্যোক্তা ২০২১ঃ---
* মোতালেব খান ভাই,মতলব দক্ষিণ, চাঁদপুর।
* শেখ সুনম মারিয়া,
★ সেরা কৃষি উদ্যোক্তা ২০২১ঃ---
* রোকন উদ্দিন কাশেমী,ফটিকছড়ি চট্টগ্রাম।
* ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ,বাগেরহাট।
* রায়হান হৃদয়,
★ সফল কৃষি উদ্যোক্তা ২০২১ঃ---
* জহিরুল ইসলাম,শ্রীপুর,গাজিপুর।
* কেএম মাজহারুল ইসলাম,ধামাইয়র হাট,নওগা।
* হাবীব রহমান
★ উদীয়মান কৃষি উদ্যোক্তা ২০২১ঃ---
* সালাউদ্দিন মোল্লা,আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
★ সেরা সমন্বিত খামার ২০২১ঃ---
* সায়ান এগ্রো ফিসারীজ লিমিটেড,মেহেদী গঞ্জ,বরিশাল।
★ সেরা সমন্বিত খামারী ২০২১ঃ---
* মা এগ্রো ফার্ম--( মাজহার),সুবর্ণ চর,নোয়াখালী।
* মমতাজুর রহমান
★ সফল সমন্বিত খামারী ২০২১ঃ---
* শাহরিয়ার সিদ্দিক লিমন,বকসীগঞ্জ,জামালপুর।
* মো সোহেল ভূঁইয়া,শিবপুর, নরসিংদী।
* আসাদুজ্জামান আকন,হরীনটানা,খুলনা।
★ উদীয়মান সমন্বিত খামারী ২০২১ঃ---
* রফিকুল ইসলাম,গাজীপুর সদর, গাজীপুর।
★ সেরা কৃষক ২০২১ঃ---
* মোঃ আলম হোসেন,নবীগঞ্জ, হবিগঞ্জ।
*সাদ্দাম হোসেন, পাকুন্দিয়া,কিশোরগঞ্জ।
*রেজা
★ সফল কৃষক ২০২১ঃ---
* জিল্লুর রহমান সুজন,শিবগঞ্জ,বগুড়া।
* শরিফুল ইসলাম,মতলব উত্তর, চাঁদপুর।
* মোঃ কলিম উদ্দিন, দোয়রা বাজার,সুনামগঞ্জ।
★ উদীয়মান কৃষক ২০২১ঃ---
* মোঃ কনক হোসেন,মিরপুর, কুষ্টিয়া।
★ সেরা মৎস্য খামারী ২০২১ঃ---
* নূর উদ্দিন আহমেদ, দাউদ কান্দি,কুমিল্লা।
* জাহাঙ্গীর আলম, হাটহাজারী, চট্টগ্রাম।
* সুলতান হোসাইন,বানারীপাড়া, বরিশাল।
★ সেরা মৎস্য চাষী (প্রজনন ও উৎপাদন)২০২১ঃ--
* নাজমুল হাসান,মাদার গঞ্জ,জামালপুর।
★ সেরা প্রাণিসম্পদ খামার ২০২১ঃ---
* ডিজাইন এগ্রো পার্ক,শ্রীপুর, গাজিপুর।
★ সেরা প্রাণিসম্পদ খামারী ২০২১ঃ---
* তাজুল ইসলাম মুজাহিদ,চান্দিনা,কুমিল্লা।
* মিনার হোসাইন,ভালুকা,ময়মনসিংহ।
* মোঃ কামাল উদ্দিন,ফেনী সদর,ফেনী।
আজ ১০ ই জুন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। বিজয়ীরা সম্মাননা পেয়ে অনুপ্রাণিত হয়ে নিজ খামার ও গ্রুপের আরো সম্প্রাসরণ কামনা করে এবং এডমিন প্যানেলকে কৃতজ্ঞতা জানান। মূলত দেশের কৃষি খাতকে অনন্য স্থানে পৌছানো ও নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে বেসরকারি উদ্যোগে এ আয়োজনটি কৃতিত্বের দাবিদার।