|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির পরীক্ষার্থী নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২২
পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের মাষ্টার মোড় নামক এলাকায় বৃহস্পতিবার দূপুরে রঘুনাথ পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রফিকুল ইসলামের পুত্র মিলন ইসলাম নিহত হন।
সে সময় এখবর এলাকায় ছড়িয়ে পড়লে ৯ জুন বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাষ্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পীরগঞ্জ-রাণীশংকৈল প্রধান সড়ক অবরোধ করে রাখেন।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
জানা যায়,নিহত দশম শ্রেণীর ছাত্র পীরগঞ্জ পৌর শহরের জগথা মাস্টার পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।ঐ এলাকার স্থানীয়রা জানান,পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর স্কুল ছাত্র মিলন ইসলাম বিদ্যালয়ে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে পৌর শহরের মাষ্টার মোড় এলাকায় চালকের গাফিলতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চাপা পড়লে মিলন ইসলাম নিহত হয়।নিহত মিলন ইসলামের বিকালে জানাজা শেষে দাফন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.