|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার হাসপাতাল এর সাফল্যের ৫ বছর পূর্তি
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২২
শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার হাসপাতাল এর সাফল্যের ৫ বছর পূর্তি
শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড সংলগ্ন বেসরকারী হাসপাতাল ইয়াসমিন দেলোয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সেবা ও সাফল্যের পাঁচ বছর পূর্তি হয়েছে। হাটি হাটি পা পারে করে
ছয় বছরে পা রেখেছেন ইয়াসমিন দেলোয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
এ উপলক্ষে ৯ জুন বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইয়াসমিন দেলোয়ার হসপিটাল এন্ড৷ ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মোহাম্মদ রবিন মিয়ার সঞ্চালনায়, সকল অতিথিদের কে নিয়ে দুপুরে ভুড়িভোজ এবং বিকেল সাড়ে তিনটায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এ সময় ইয়াসমিন দেলোয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর কর্ণধার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বর্ষপূর্তি কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন।
পাঁচ বছর পূর্তি উৎসবে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ডিবি অফিসার ইনচার্জ আবুল কালাম, পদ্মা সেতু উত্তর থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও সেবা গ্রহীতা বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.