|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শাহরাস্তিতে অফিসার ইনচার্জ আবদুল মান্নানের বিশেষ অভিযান–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২২
শাহরাস্তি থানা এলাকার বিভিন্ন স্থানে কিশোর গ্যাং প্রতিরোধে গতকাল রাত্রে ওসি আবদুল মান্নানের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। উক্ত অভিযানে রাস্তার পাশে ও পাড়ার দোকানে মুঠোফোনে ফ্রী ফায়ার এবং পাবজি খেলায় মত তরুণ-কিশোরদেরকে সতর্ক করা হয়। এছাড়া মোবাইলে এসব অনলাইন গেইম আসক্তির কুফল সম্পর্কে বোঝান তিনি। উক্ত অভিযান অব্যাহত আছে এবং থাকবে এই ম্যাসেজটি সবাইকে জানানো ও জানাতে কিংবা জানিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি।
এসময় তিনি বলেন, আজকে যে সকল যুবক বা তরুণ-কিশোর অনলাইনে গেইমস খেলা নিয়ে আসক্ত রয়েছে তারা বেশির ভাগ হত-দরিদ্র পরিবারের সন্তান। অথচ এই সন্তানগুলোই আমাদের আগামী, আমাদের ভবিষ্যত। এই ধরনের খেলার মাধ্যমে তারা তাদের সুন্দর আগামী নষ্ট করে দিচ্ছে। পাশাপাশি কেউ কেউ পাশে থাকা ওয়াইফাই'র গোপন কোর্ড বা পাসওয়ার্ড সংগ্রহ করে অথবা বাবা-মায়ের টাকা সরিয়ে এমবি ক্রয় করে এমন নেশাগ্রস্থ খেলায় মগ্ন হচ্ছে। যা তার পরিবারের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া এই ধরনের কিশোরদের আর্থিক সুবিধা সংগ্রহ করতে চুরি-ছেচড়ামির আশ্রয় নিতে হয়। অন্যদিকে কিছু কিশোর অনলাইনে অপরিচিত কোন নারীর সাথে জড়িয়ে চ্যাট করে। একটা সময় ওই কিশোরই অসামাজিক বা অপ্রীতিকর কাজের সাথে জড়িয়ে পড়ে। এসকল অপরাধ প্রতিরোধে এবং আপনাদের সন্তানকে সঠিক পথে রাখতে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.