|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহের পথ দেখাচ্ছে সরকার—মাে. নূরুল আমিন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জুন, ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর জন্মশতবার্ষিকী উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক ফরিদগঞ্জ শাখার উদ্যাগে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (৯ জুন) সকাল ফরিদগঞ্জ উপজলা পরিষদ অডিটােরিয়ামে প্রশিক্ষিত বেকার যুবদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়।ফরিদগঞ্জ উপজলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মাে. নূরুল আমিন।এই সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, মুজিব বর্ষে দেশে কােন বেকার ও কর্মহীন অলস থাকবে না। তাদের প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহের পথ দেখাচ্ছে সরকার। দক্ষ জনশক্তি বৃদ্ধির জন্য সরকার রাষ্ট্রয়াত্ব ব্যাংক গুলো ও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা বা কম সুদে ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। ফলে, ধীরে ধীরে দেশের বেকার যুবকদের সাথে সাথে যুবতীরাও কর্মমূখি হযে ওঠছে। দেশে বেকারত্ব দূর হচ্ছে একই সাথে আমাদের মানুষের আয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।সভায বিশষ অতিথি হিসবে বক্তব্য রাখন, কর্মসংস্থান ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক শিরীন আখতার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান জিএস তছলিম, প্রমুখ। সভা শেষে ১০জন বেকার প্রশিক্ষণ প্রাপ্ত যুবকে এই চেক বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.