প্রেস বিজ্ঞপ্তিঃ
নবাগত জেলা প্রসাশক কামরুল হাসানের সাথে সৌজন্য এক স্বাক্ষাতে মিলিত হয়েছেন শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
৯ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই সৌজন্য স্বাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সহ-সভাপতি ইঞ্জিঃ সাইফুল ইসলাম দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক শাহনুর আলম ইমন।
এছাড়া উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মহসীন ও সাধারণ সম্পাদক আতিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা প্রসাশকে মহোদয়কে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব অনলাইন নির্ভর। পিছিয়ে নেই বাংলাদেশও। আগামীকাল নয় আজই তথ্য পেয়ে আজই কাজ করার উৎস অনলাইন। উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে বহু এগিয়েছে বাংলাদেশ। এসময়ের বাংলাদেশ সৃষ্টির পেছনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ভবিষ্যত বাংলাদেশ গড়তে সকলের সাথে গণ-মাধ্যম কর্মিদের অংশ গ্রহন একান্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, চাঁদপুর জেলা সম্পর্কে জেনেছি। আর এখন দেখছি তার চাইতে অল্প জেনেছি। এখানকার গণ-মাধ্যম, রাজনৈতিক নেতা-কর্মি, সমাজ কর্মি সবাই যথেষ্ট আন্তরিক। যেখানের মানুষ আন্তরিক হয়ে সেখানে কাজের উন্নতি সাধিত হয়। এখানকার অনলাইন পত্রিকা ও প্রেসক্লাব সম্পর্কেও জেনেছি। সরকারের উন্নয়ন মূলক কাজগুলো তুলে সকল কাজে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নদীর সীমানা সংক্রান্ত কোন সমস্যা থাকলে বিষয়টি সবার সাথে মতবিনিময়ের মাধ্যমে শেষ করার চেষ্টা করবো এবং ইলিশের বাড়িকে বিশ্ব ইলিশের রাজধানী বানাতে সবাইকে নিয়ে শতভাগ চেষ্টা করবো। সর্বোপরি আমার জায়গা থেকে চাঁদপুরকে গৌরব এবং সৌন্দর্যময় করে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে এবং তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।