চাঁদপুর জেলা বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন এর নেতৃত্বে সদর কালীবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান, সদরের কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে বেশকিছু জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে ও খাবার রাখায় চাঁদপুর হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১০,০০০/- এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় জনতা ফার্মেসীকে ৫০০০/- সহ সর্বমোট ১৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এসময় সহকারী পরিচালক নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে