|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে বাউল মেলা গ্রন্থাগারের মান উন্নয়নে মত বিনিময় সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ জুন, ২০২২
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবে স্থাপিত বাউল মেলা গ্রন্থাগারের মান উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা বুধবার (৮ই জুন) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাউল মেলা সাহিত্য গ্রুপের পৃষ্ঠপোষকতায় “বাউল মেলা গ্রন্থাগার” নান্দাইলে প্রতিষ্ঠিত হয়েছে। বাউল মেলা গ্রন্থাগারের সভাপতি সিনিয়র সাংবাদিক প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে বাউল মেলা সাহিত্য গ্রুপের ফাউন্ডার ও চিফ এডমিন প্যারিস প্রবাসী রিয়াজ আহমেদ জুয়েল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলার শাখার সাধারণ সম্পাদক মো. ফাইজুল ইসলাম ও বাউল মেলা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক শরিফুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও বাউল মেলা গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, সিনিয়র সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, বাউল মেলা গ্রন্থাগারের উপদেষ্টা ডাক্তার ফখর উদ্দিন ভূইঁয়া, লেখক ও পদক প্রাপ্ত কবি আসাদুজ্জামান খান মুকুল, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, সাংবাদিক আবু হানিফ সরকার, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, রফিকুল ইসলাম মোড়ল, ফরিদ মিয়া, রমজান আলী, প্রভাষক এহসানুল হক তানভীর, আবু হানিফা সহ প্রমুখ। নান্দাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, নান্দাইলে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাহিত্য সেবী সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। রিয়াজ আহমেদ জুয়েল বলেন, বই পড়া আন্দোলনের মাধ্যমে সাহিত্যকে সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে মত বিনিময় করেন। তিনি ফ্রান্স এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত পাঠাগার গুলোর সম্পর্কে অবহিত করেন বাউল মেলা গ্রন্থাগার প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা করায় নান্দাইল প্রেসক্লাব ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধন্যবাদ জানান। প্রধান অতিথি প্যারিস প্রবাসী রিয়াজ আহমেদ জুয়েল বাউল মেলা গ্রন্থাগারে পৌছিলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.