চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে চাঁদপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ও মাঠ পর্যায়েদ্বায়ীত্বরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ জুন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোছাম্মৎ রাসেদা আক্তার সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব যোগদানকৃত জেলা প্রশাসক কামরুল হাসান তিনি তার বক্তব্যে বলেন, আমি এই সভায় চাঁদপুর সম্পর্কে অনেক তথ্য জেনে নিজে সমৃদ্ধ হলাম। আর এই তথ্যগুলো আমি গুরুত্বপূর্ণ মনে করি । আপনাদের আমার সাথে সাক্ষাৎ করতে আসতে কোন বাধা নেই আমার কাছে ছোট আর বড় বলতে কিছু নেই আমার কাছে সবাই সমান, আপনাদের লিখনিতে যেন বস্তুনিষ্ঠতা থাকে এটাই আমি প্রত্যাশা করছি।
আপনারা সমাজের অসংগতি গুলির আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন আমরা আমাদের সাধ্যমত সেইসব অসঙ্গতি দূর করার চেষ্টা করব,এ সময় তিনি সাংবাদিকদের কোন দাবি সম্বন্ধে জানতে চাইলে এ সময় সাংবাদিকদের পক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলার সভাপতি বলেন বিভিন্ন সময় সংবাদ লিখতেগেলে আমাদের আপনার বক্তব্যের প্রয়োজন হয়, কিন্তু সেসময় সবার পক্ষে আপনার বক্তব্য নেওয়া সম্ভব হয় না, আমরা আশারাখি আপনি জেলার প্রধান হিসেবে সেই সুযোগ টুকু করে দিবেন,এ সময় তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান- আমি আমার সাধ্যমত আপনাদের নিয়েই কাজ করে যেতে চাই,এসময় তিনি সমৃদ্ধ চাঁদপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের সুসম্পর্ক বজায় থাকবে বলেও তিনি জানান। এ সময় অন্যান্নর মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আদিবাংলার বার্তা সম্পাদক শান্ত সহসম্পাদক ইসমাইল হোসেন, বিডিসিএন এর চিপ রিপোর্টার আরিফ হোসেন,দৈনিক ঢাকার ডাকের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম,জেলা প্রতিনিধ আলমগীর বাবু,দৈৈনিক প্রভাতি কাগজের স্টাফ রিপোর্টার দেওয়ান মোহাম্মদ ইসহাক,দিন মোহাম্মদ দিলরাজ,আরিফ হোসেন,দৈনিক চাঁদপুরের স্টাফ রিপোর্টার হোসেন গাজী,বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার দৈনিক বাংলার অধিকার, দৈনিক একুশে সংবাদের পিন্টু শেখ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।