শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

রামগঞ্জে ফসলি জমিতে বালু ভরাট, কৃষকের বিরুদ্ধে মামলা-দৈনিক বাংলার অধিকার

লক্ষীপুর প্রতিনিধি / ১৪৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২, ৫:৫৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি আবাসনের ঘর নির্মাণের জন্য গণেশ চন্দ্র দে নামে এক কৃষকের ১ একর ২৩ শতাংশ ফসলি জমিতে বালু ভরাট করার অভিযোগ উঠেছে। এবারও জমিটিতে ১৩৫ মণ ধান উৎপাদন হয়েছে। এটি উদ্ধারের মামলায় আদালত বিবাদীদের ১৫ দিনের শোকজ করেছেন। এরপরও বালু ভরাট বন্ধ হয়নি। মামলাটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধে জেলা প্রশাসক ও ইউএনওর কাছে আকুতি জানিয়েছেন গণেশ।

এদিকে জমিটি রেকর্ড ও মালিকানা বুঝে পেতে ১ জুন গণেশ ও তাঁর ভাই কার্তিক চন্দ্র দে বাদী হয়ে লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। এতে সরকারের পক্ষে লক্ষ্মীপুরে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রামগঞ্জ সহকারী কমিশনার (ভূমি), চন্ডীপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে (তহশীলদার) বিবাদী করা হয়।

বাদীর আইনজীবী প্রহলাদ সাহা রবি জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন। বিবাদীদের ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে কোনভাবেই জমিতে বালু ভরাট করার এখতিয়ার নেই।

গণেশ রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক।

গণেশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬২ সালে হরকুমার মজুমদারের কাছ থেকে গণেশের বাবা মাখন লাল দে ১ একর ২৩ শতাংশ জমি কেনেন। এরপর থেকে ওই জমি মাখনদের দখলে রয়েছে। ১৯৮৭ সালে মাখন মারা যান। এতে গণেশ ও কার্তিক অপ্রাপ্ত বয়স্ক থাকায় জমিটি গত আরএস জরিপে রেকর্ড করতে পারেনি। পরে জমিটি সরকারের নামে রেকর্ড হয়। তবে কেনার পর থেকে জমিটি গণেশদের দখলে রয়েছে। চাষাবাদ করে তারা জীবিকা নির্বাহ করে। এ বছর ১৩৫ মণ ধান (১ লাখ ৩৫ হাজার টাকা) উৎপাদন হয়েছে।

অন্যদিকে রেকর্ড হিসেবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের জন্য ওই জমিটি বালু দিয়ে ভরাট করছে উপজেলা প্রশাসন। তখন গণেশ জানতে পারেন জমিটি সরকারের নামে রেকর্ড হয়েছে। এতে নিজেদের নামে রেকর্ড ও মালিকানা বুঝে পেতে তিনি আদালতের দ্বারস্থ হন।

গণেশ চন্দ্র দে বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রহস্যজনক কারণে বালু ভরাটের কাজ করা হচ্ছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা প্রশাসনের কার্যকরী হস্তপেক্ষ চাচ্ছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে বলেন, বিষয়টি নিয়ে ইউএনও ভালো বলতে পারবেন।

রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন বলেন, মামলার বিষয়টি আমরা জেনেছি। এটি এসআর ও ভিপি সম্পত্তিভূক্ত। আদালতে এ ব্যাপারে জবাব দেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভিন বলেন, জমির বিষয়ে কোন অভিযোগ আমার কাছে আসেনি। আর আশ্রয়ণ প্রকল্পটি ইউএনও দেখছেন। যদি আমার কাছে কোন অভিযোগ দেওয়া হয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!