ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মৌমিতা দাশ। এর আগে তিনি চট্রগ্রাম সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট এবং ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। বুধবার (৮ জুন) ছাগলনাইয়া যোগদান করার পর উপজেলা প্রসাশন’র বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী, ছাগলনাইয়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আ’লীগ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছাগলনাইয়া কর্মরত সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের লোক নবাগত ইউএনও মৌমিতা দাশকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম’র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার।
এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মৌমিতা দাশ। তিনি জানান, আধুনিক ছাগলনাইয়া উপজেলা গড়ার লক্ষ্য সকলের সহযোগিতা কামনা করেন। মে ২০২২ দ্বিতীয় সপ্তাহে ইউএনও সাজিয়া তাহের চৌধুরী বদলী হলে তাঁর স্থলে মৌমিতা দাশ যোগদান করেন। তিনি বাংলাদেশ সরকারী কমিশন (বিসিএস) ৩৪ তম ব্যাচ প্রসাশন ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত হন। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া ঠিকাদার কল্যান সমিতির সভাপতি, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান, ঠিকাদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা পাটোয়ারী সহ আরো অনেকে।