|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজগঞ্জ প্রেসক্লাবের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২২
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাব-এর ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০৭ জুন-২০২২) সন্ধ্যায় রাজগঞ্জ বাজারের চৌ-রাস্তা মোড়স্থ প্রেসক্লাব কার্যালয়ে রাজগঞ্জ এলাকার সম্মানিত সুধীজনদের উপস্থিতিতে এক আলোচনা সভা, দোয়ানুষ্ঠান ও কেক কেটে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। রাজগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি এস.এম রবিউল ইসলাম
রবি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কফিল উদ্দিন আহমেদ, হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, কবি ও সাহিত্যিক সন্তোস কুমার দত্ত, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রাজগঞ্জ প্রেসক্লাব-এর দাতা সদস্য মো. মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ সমতা সেবা সমবায় সমিতির পরিচালক ও রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম। এছাড়া সিনিয়র আওয়ামীলীগ নেতা সরদার আলাউদ্দিন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজগঞ্জ প্রেসক্লাব-এর দাতা সদস্য রিপন কুমার ধর, আর টিভির যশোর জেলা প্রতিনিধি বিএম ফারুক, রাজগঞ্জ এডাস মডাল স্কুলের শিক্ষক মনা, ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. আমিনুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. এরশাদ আলী, মো. শামছুর রহমান, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো, হেলাল উদ্দিন, কোষাধ্যক মো. মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, নির্বাহী সদস্য মো. শাহিনুর রহমান, সংবাদকর্মী মো. মুজিবর রহমান, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়ানুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং উপস্থিত সকলেই মিষ্টিমুখ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.