|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলবে বিক্রী হওয়া শিশু মায়ের কোলে ফিরিয়ে দিলেন পুলিশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২২
মতলবে নিজের সন্তানকে বিক্রি করে দেয় এক পাষণ্ড পিতা। ৬ জুন রাতে বিক্রী হওয়া শিশু মায়ের কোলে ফিরিয়ে দেন মতলব দক্ষিণ থানা পুলিশ । ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার ২ নং ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামে ।
জানাযায় গত ৪ জুন পৌরসভার ২ নং ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ীর ইমরান হোসেন তার স্ত্রীকে না জানিয়ে দেড় বছরের শিশু সন্তান আব্দুল্লাহকে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দেন মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে নিঃসন্তান রুমা আক্তারের কাছে ।
সন্তান না পেয়ে শিশুর হতদরিদ্র মা লামিয়া বেগম মতলব দক্ষিণ থানায় অভিযোগ করেন । ওসি মোঃ মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার চর লক্ষীপুর গ্রাম থেকে শিশু আব্দুল্লাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন ।
এ বিষয়ে এসআই রুহুল আমিন বলেন লামিয়া বেগম থানায় অভিযোগ করলে আমরা তার সন্তানকে খুঁজে পেতে বিভিন্ন জায়গায় অভিযান চালাই অবশেষে চরলক্ষীপুর থেকে তার সন্তানকে উদ্ধার করা হয় এবং মায়ের কোলে শিশুকে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুর পাষণ্ড পিতা পলাতক রয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.