|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে র্যাবের হাতে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২২
শ্রীনগরে র্যাবের হাতে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১
শ্রীনগরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ মোঃ শাহিন খান (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০।
(৪ জুন)গত শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের রাঢ়ীখাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন খান উপজেলার ভাগ্যকুল এলাকার মোঃ ফরিদ খানের ছেলে।
র্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
র্যাবের একটি অভিযানিক দল রাঢ়ীখাল ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাঢ়ীখাল বাজার এলাকা থেকে অবৈধ একটি বিদেশী পিস্তল ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি ভর্তি যুবক শাহিনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত যুবক একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলাসহ আশ পাশ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে চাদাঁবাজি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, রাতে শাহিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আজ তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.