|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ২০ কেজি জেলি মিশ্রীত চিংড়ি এবং প্রায় ২ লক্ষ ৭৫ হাজার পিস চিংড়ি রেনু পোনা জব্দদণি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ জুন, ২০২২
রবিবার (০৫ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৫ জুন ২০২২ তারিখ রাত আনুমানিক ০১০০-০৩৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় মংলা হতে আগত দুটি বাস তল্লাশি করে ১ হাজার ২০ কেজি জেলি যুক্ত চিংড়ি এবং প্রায় ২ লক্ষ ৭৫ হাজার পিস চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২১ লক্ষ ২০ হাজার টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর উপস্থিতিতে জব্দকৃত জেলি যুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয় এবং চিংড়ি রেনু পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.