|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২২
শ্রীনগরে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস পালিত
শ্রীনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ২টি ব্যাচে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক/কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৪জুন)উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ এবং পাটাভোগ ইউনিয়নে ২০২১-২২অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণীর সার্বিক আয়োজনে কৃষক /কৃষাণীর প্রশিক্ষণ ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশাসন ও অর্থ উইং পরিচালক কৃষিবিদ বশির আহমেদ।
আরো উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খুরশিদ আলম,কৃষিবিদ কল্যাণ কুমার সরকার,কৃষিবিদ জি,এম,রুনা লাইলা প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.