|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুকুটিয়ায় ছাগল চুরির অপরাধে আটক-২
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২২
শ্রীনগরে ছাগল চুরির অপরাধে আটক-২
শ্রীনগরে ছাগল চুরির করে নিয়ে যাওয়ার সময় আটক করেছে স্থানীয় জনতা,আটকের পর ২চোর কে পুলিশে সোর্পদ করেছে।
(৪ মে)শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বনগাঁও গ্রামে এ ছাগল চুরির ঘটনা ঘটে। আটককৃত চোর ফারুক(৩৫), পিতা-ছালাম বেপারী ও মোঃ স্বপন শেখ(৪৫),পিতা-ইউনুছ শেখ টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের দক্ষিন সেরজাবাদ এলাকার বাসিন্দা।
কুকুটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিম জানান, বনগাঁও গ্রামে কুকুটিয়া বিবন্দী পাকা রাস্তার পাশে তার ছাগলের খামার ছিল। ঐ সময় তারা একই গ্রামের লাল মিয়ার ছেলে আওলাদের ৪০হাজার টাকা মুল্যের দুইটি ছাগল রাস্তার পাশে ঘাস খেতে থাকাবস্থায় চোর ফারুক ও মোঃ স্বপন শেখসহ আরো অজ্ঞাতনামা ২জন ছাগল দুটো চুরি করে অটো যোগে নিয়ে যাওয়ার সময় ছাগলের মালিক আওলাদ চোর চোর বলে ডাক চিৎকার করলে এ সময় আজিম ও কবির দৌড়ে পিছু নেয় এবং কুকুটিয়া এলাকার লোকদের ফোন দিলে তারা এগিয়ে এসে ঝাপুটিয়া এলাকায় পাকা রাস্তায় উপর থেকে ছাগলসহ তাদেরকে আটক করে। ঐ সময় অজ্ঞাতনামা আরো ২ চোর দৌড়ে পালিয়ে যায়।পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আটককৃত দুই চোরকে গ্রেফতার করে শ্রীনগর থানায় নিয়ে যায়।
শ্রীনগর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ মোল্লা বলেন, সংবাদ পেয়ে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ থেকে আমরা চোর দুইজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। আগামীকাল কোর্টে প্রেরন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.