|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ড. শামসুল আলমের -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ জুন, ২০২২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অর্থনীতিবিদ, জাতীয় পরিকল্পনার মহানায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বৃহস্পতিবার (২ জুন) বিকালে রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় ড. শামসুল আলমের সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, আরিফ উল্যাহ সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাছান কাইয়ুম চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, সাদুল্যাপুর ইউপি চেয়ারম্যান জোবাইর আজীম স্বপন পাঠান, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস সহ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার এবং ছেংগারচর ও মতলব পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে মঙ্গলবার (২৪ মে) আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬ (ক) ধারা মোতাবেক দলীয় সভাপতি শেখ হাসিনা ড. শামসুল আলমকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেছেন।
চাঁদপুর মতলব উত্তরের কৃতি সন্তান ড. শামসুল আলম ২০২১ সালে ১৮ জুলাই টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সাবেক সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. শামসুল আলম ৩৫ বছরের অধ্যাপনা শেষে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। সিনিয়র সচিব পদে দীর্ঘ এক যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ৩০ জুন তার সবশেষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী ড. আলমকে পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসাবে মনোনীত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.