|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাঁসাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সম্রাজ্ঞী শিল্পী সহ ৩ জনের কারাদন্ড
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২২
হাঁসাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সম্রাজ্ঞী শিল্পী সহ ৩ জনের কারাদন্ড
শ্রীনগরে ভ্রাম্যমান আদালতে হাঁসাড়ায় মাদক সম্রাজ্ঞী শিল্পী সহ ৩ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
(২ জুন)বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত বাবুল খানের স্ত্রী মাদক সম্রাজ্ঞী শিল্পী বেগম (৫০), তার ছেলে বিপ্লব (৩৫) ও পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার নিমতলা হাজীগাঁও এলাকার বিমোদ মজুমদারের ছেলে উজ্জ্বল মজুমদারকে (২৬) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সম্রাজ্ঞী শিল্পী বেগমকে ৮ মাস, বিপ্লবকে ৪ মাস ও উজ্জ্বলকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক সাইফুল ইসলাম। তিনি জানান, উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করা হয়েছে।
জানা যায়, প্রায় এক বছর আগেও মাদক কেনা বেচা অপরাধে শিল্পী বেগম ও তার পুত্রকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়। শিল্পী বেগম এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.