|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২২
লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গেটে ভোটাররা দাঁড়িয়ে লম্বা লাইনে এভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে যারা ভোট দিতে দাঁড়িয়েছে তারা বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রী। এসব ক্ষুদে ভোটারদের ভোটেই নির্বাচিত হবে স্টুডেন্ট কাউন্সিলের সাত প্রতিনিধি।
এতে সাতটি পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে ৭ জন বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন উদয় অধিকারী,বাকী ছয় জন আনিসা নূর নাঈমা, সাইদুর রহমান, সাহারা আলম, নুহা আক্তার, মাহমুদ হাসান আবির, শুকরিয়া আল সাবা,সাহার আবরিন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে লিফলেট, পোস্টার, ক্যাম্পেইন সবই হয়েছে। ক্লাশ রুমে জাতীয় নির্বাচনের আদলে বসানো হয়েছে গোপন বুথ। ব্যালট বাক্স, ব্যালট পেপার ছাপানো হয়েছে প্রার্থীদের নামে। সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ক্ষুদে ভোটারদের ভোট গ্রহণের জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে।
এজন্য আগে থেকেই নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচনী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সাংবাদিকসহ সবই। বৃহস্পতিবার সারা দেশের ন্যায় সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। এ সাত কাউন্সিলরের নেতৃত্বেই স্কুলের ছাত্র-ছাত্রীরা পরবর্তীকালে তাদের টিকাদান, বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজে শিক্ষকদের সহযোগিতা করে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।
ছাত্র/ছাত্রীরা জানান,বড়দের মতো তারাও নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করছেন। এ প্রতিনিধিরাই স্কুলে তাদের সুবিধা অসুবিধার দেখভাল করবে। জীবনের প্রথম ভোট দিতে পেরে তারা খুবই খুশি এবং আনন্দিত।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার সোহাগ বলেন, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের মতামতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের শিক্ষা লাভের পাশাপাশি ভবিষ্যৎ সুযোগ্য দেশনেতা হিসেবে গড়ে ওঠার প্রাথমিক গুণাবলি অর্জন করবে। সকাল থেকে ছাত্রছাত্রীরা অত্যন্ত সুষ্ঠভাবে ভোট দিয়েছে। এছাড়াও ছাত্র/ছাত্রীদের মাঝে নেতৃত্বের বিকাশ ও পারস্পরিক সহযোগীতার মানসিকতা তৈরি হবে এ নির্বাচনে। এবং বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে যা অন্যতম একটি উদ্যোগ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.