|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় সহেদাপুরে অবৈধভাবে ড্রেজারে উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২২
চাঁদপুরের কচুয়ার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃৃহস্পতিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন।
এসময় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে সাহেদাপুর গ্রামের মৃত. শাহজাহান মিয়ার ছেলে মাসুদুল হাছান নামের এক ব্যক্তিকে মাটি ও ব্যবস্থা গ্রহণে ২০১০ আইন ৪,৫ এর (১৫) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন অবৈধ ভাবে বালু ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসন তাদের নিষেধ করার পরও থামেনি তারা, ফেইসবুকে প্রচারণার পরে ও গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে মাটি ও ব্যবস্থা আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.