|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুন, সম্পাদক বাবুল পাঠান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২২
দীর্ঘ ১৯ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমী মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২ পর্যন্ত ১ম পর্বে আলোচনা সভা শেষ হয়। পরে দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের মাতামতের ভিত্তিতে রায়পুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সুচনা করা হয়।
হাজী ইসমাইল খোকনে’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ স্বপন এমপি।
প্রধান বক্তা ছিলেন,লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.নুরউদ্দিন চৌধুরী নয়ন, উদ্বোধক ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগে নেতা এ.কে.এম শাহজাহান কামাল, ফরিদুন্নাহার লাইলী, হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার আবদুর সবুর, মোহাম্মদ আলী খোকন প্রমুখ।
এসময় ৭১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ২১ জনের নাম ঘোষণা করা হয় সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক বাবুল পাঠান, সিনিয়র সহ সভাপতি হাজী ইসমাইল খোকন, ও সহসভাপতি (২) শাহাজাহান, সহসভাপতি (৩) কাজী গুলজার,সহসভাপতি (৪) হারুনুর রশিদ, সহসভাপতি (৫) দিদার হোসেন দেলু, সহসভাপতি (৬) তাফাজ্জল হোসেন, সহসভাপতি (৭) সাঈদুর বাকিন ভূঁইয়া ও মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট যুগ্ম সাধারণ সম্পাদক শফিক খাঁন, সাধারণ সম্পাদক ৩ কামরুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মারুফবিন জাকারিয়া ,সাংগঠনিক সম্পাদক (২) তানভীর হায়দার রিংকু, সাংগঠনিক সম্পাদক (৩) শফিউল আজম সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিযয়ক সম্পাদক আলমগীর হোসেন অ¯্রু।
যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক, আক্তার মিঝি, মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক মানু চৌধুরীর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তুষার, স্বাস্থবিষয়ক সম্পাদক রিপন পন্ডিত, শিক্ষা ও মানবসম্পাদ সম্পাদক রিপাত হোসেন জিকু,প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফ হোসেন খোকন,এর নাম ঘোষনা করেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড.নুরউদ্দিন চৌধুরী নয়ন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.