|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় ২য় শ্রেণির ছাত্রী তাহমিনা গুরুতর আহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ জুন, ২০২২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অটোর সাথে সংঘর্ষে ১৩ নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী তাহমিনা (৭) গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার (১ জুন) দুপুর ১২ টার দিকে লক্ষীপুর - পিরোজপুর সড়কের লক্ষীপুর আঃ সোবান চেয়ারম্যান এর বাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত তাহমিনা উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর সমিউল্লাহ পাড়া গ্রামের মোঃ কালাচান মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, তাহমিনা লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী, সে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে লক্ষীপুর - পিরোজপুর সড়কের লক্ষীপুর আঃ সোবান চেয়ারম্যান এর বাড়ি এলাকায় একটি অটোর সামনে রাস্তার একপাশ থেকে অন্যপাশে দৌড়ে রাস্তা পাড় হওয়ার সময় অটোরিকশা সাথে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে তাহমিনার পায়ের গোড়ালিতে অনেকটা কেটে গিয়ে মারাত্মক জখম হয়েছে। এবং হাতের দুই একটি জখম হয়েছে। এ সময় আশেপাশের লোকজন অটোরিকশা চালক, আহত তাহমিনাকে উদ্ধার করে লক্ষীপর বাজার ডাঃ বিল্লাল এর ফার্মিসীতে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।
ডাঃ বিল্লাল জানান, তাহমিনার পায়ের গোড়ালিতে সামন্য কেটে গেছে। এবং বাম হাতের কাদের নিচে হালকা জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পায়ের গোড়ালিতে তিনটি ছেলায় দেওয়া হয়েছে। গুরুতর কোনো জখম হয়নি। তাহমিনা এখন ভালো আছে, তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.