মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
পরিশোধিত পানিতে করোনার ভাইরাসের কোন অস্তিত্ব আছে কি না তা নিয়ে যৌথভাবে গবেষণা করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও ঢাকা ওয়াসা আয়োজিত আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহােদয়।
মাননীয় মন্ত্রী এক বক্তব্যে বলেন
আজ ‘Joint Research Project on Covid-19 by Dhaka WASA and ICDDR,B শীর্ষক সেমিনারে প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা যায় পরিশোধিত পানিতে করোনার ভাইরাসের কোন অস্তিত্ব নেই।
ভূর্তকি দিয়ে কোন প্রতিষ্ঠান চলতে পারে না। গরিব মানুষের নিকট থেকে রাজস্ব নিয়ে ধনীদের কম দামে পানি দেয়া যৌক্তিক না।
২৫ টাকায় পানি উৎপাদন করে ১৫ টাকায় দেয়া সমর্থনযোগ্য নয়।
নিম্নবিত্তের মানুষকে সাবসিডির মাধ্যমে কোনো সুবিধা দেয়া যেতে পারে। কিন্তু যারা উচ্চবিত্ত বা অভিজাত এলাকায় বসবাস করেন তাদেরকে দেয়ার কোন সুযোগ নেই।
শুধু পানি নয় হোল্ডিং ট্যাক্স, গ্যাস ও বিদ্যুৎসহ অন্যান্য ইউটিলিক্যাল সার্ভিসের মূল্যও জোনভিত্তিক নির্ধারণ হওয়া উচিত।