|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লাকসামে ইভটিজিং মাদক বাল্যবিবাহ ও দুর্নীতি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২২
কুমিল্লার লাকসামে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধ এবং সমাজের সর্বস্তরের মানুষের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন লাল সুবজ উন্নয়ন সংঘ’র উদ্যোগে সোমবার সকালে লাকসাম উত্তরদা উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচনা শেষে মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধের শপথ নেন শিক্ষার্থীরা। এসময় তারা ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করেন।
উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম। লাল সুবজ উন্নয়ন সংঘ’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ খাঁন, উত্তরদা ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন, লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামাল, সংগঠনের লাকসাম শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আহমেদ রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন পরশ প্রমুখ।
আলোচনা শেষে মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.