|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব দক্ষিণে জাতীয় পার্টির নেতা কর্মীর স্বেচ্ছায় অব্যাহতি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২২
মতলব দক্ষিণ উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং যুবসংহতির ১২ জন নেতা
গত ৩০ মে বিকাল সাড়ে পাঁচটায় মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবাদ সন্মেলন করে দলের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শংকর রাও নাগ। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক এমরান হোসেন মিয়া দলের ত্যাগী নেতাদের অমূল্যায়ন করে একটি পকেট কমিটি ঘোষনা করার কারনে তারা দল থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। যারা অব্যাহতি নিয়েছেন তারা হলেন -মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান মিয়াজী, রফিকুল ইসলাম সরকার,উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ফরাজী পৌর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল প্রধান সিডু,যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম প্রধান, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ইকবাল সরকার , সহ-সভাপতি সোলায়মান সরকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মতলব পৌর জাতীয় যুব সংহতির সভাপতি গোলাম কাদের মুকুল,সাধারণ সম্পাদক কুদ্দুস সরকার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.