|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চুনারুঘাটে পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় ৪১ জনের বিরুদ্ধে মামলা–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্র দলের বিক্ষোভ মিছিলে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষে পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্র দলের ৪১ জনের নেতা কর্মির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মে২২) ইং চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদার ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন!
স্থানীয় সুত্রে জানা যায় চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গতকাল রবিবার (২৯ মে) ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে শহরের গুরুত্বপূর্ণ স্থানে যানজট সৃষ্ঠি করে বিক্ষোভ মিছিল করেন।
এই বিষয় পুলিশ বাধা দিলে পুলিশ টহল দায়িত্ব পালনকালে পুলিশের উপর তারা চড়াও হয়।
পুলিশকে কেন্দ্র করে তারা ভারী ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।
এতে এস আই অজিত কুমার দাস এস আই মুসফিকুর রহমান সহ ১০ জন পুলিশ সদস্য আহত হয়ে চুনারুঘাট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়!
উপস্থিত সময়ে পুলিশ ছাত্রদলের কয়েকজন সদস্যকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
এ সময়ে চুনারুঘাট পৌর শহরে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় ও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মামলার বিষয় টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা।
তিনি জানান অন্যায়ের বিরুদ্ধে পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.